করোনাকাব্য/২
চোখের সামনেই
একে একে মরে যাচ্ছে মানুষ
মজুদ বারুদ, বোমা একটাও ছুড়লেন না!
বুঝেছি, বেঁচে থাকলে
ওসব অস্ত্রে আবার মানুষ মারবেন
করোনা জীবাণু না..
করোনাকাব্য-৩
মানুষের এমন যৌথ অসহায়ত্ব
সমকালের মানুষ আর দেখেনি।ঘরে স্বেচ্ছাবন্দি হয়েও অনিরাপদ-এ কেমন দুর্বিষহ অশনি!
মৃত্যুদূত আততায়ীর মতো ঘুরছে পরোয়ানা হাতে-
সবাই যেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
নিজেের সুরক্ষার জন্য যে অস্ত্র বানিয়েছে মানুষ
সবই মুখ থুবড়ে পড়ে আছে।বিদ্রূপ করছে পরমাণু বোমা।পাকা সড়ক মড়কের ভয়ে নির্জন-
বহুদিন পর লোকভয় কাটিয়ে বনের পশুদল ওখানে উল্লাসে ক্রীড়ায় মেতেছে
যুদ্ধ যুদ্ধ খেলায় ঝানু হওয়া মানুষ বুঝে গেছে
দৃশ্যমান শত্রুর অধিক শক্তিধর অদৃশ্য জীবাণু
মানুষ তবুও পরাভব মানা প্রাণী নয়
আজন্ম বুকে পুষে
অনন্যের অহং
আচার বিশুদ্ধ হলে
মানুষকেই জয়ী করবে আল্লাহ স্বয়ং
Leave a Reply