অনলাইন ডেস্ক : হুট করেই করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে চরম বেকায়দায় পড়েছে শ্রীলঙ্কা। জানা গেছে, আজ বৃহস্পতিবার সে দেশে ২৪ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হয়েছে।
শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ৬৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং এরই মধ্যে মারা গেছে অন্তত সাতজন। তার মধ্যে তিনশ ৩২৭ জন আক্রান্ত হয়েছে ২২ এপ্রিলের পর।
আক্রান্তদের মধ্যে বেশিরভাগই নৌ-নাবিক কিংবা তাদের স্বজন। মাদকাসক্ত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর নৌ-ঘাঁটি এলাকায় যাওয়ার জেরে ওই নাবিকরা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে নৌ-ঘাঁটিটি কোয়ারেন্টিন করে দিয়ে নাবিকদের আইসোলেশনে রেখেছে দেশটি।
জানা গেছে, কলম্বোকে করোনাভাইরাসের হটস্পট হিসেবে বিবেচনা করা হচ্ছে। সে কারণে শহরটিতে মানুষজনের চলাচল একেবারে সীমাবদ্ধ করা হয়েছে। তবে যেসব জেলায় করোনার প্রকোপ কম, মানুষজন নিয়ম মেনে সেখানে সীমিত পরিসরে চলাচল করতে পারছে।
এদিকে সে দেশের পুলিশ সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য কড়া নজরদারি চালাচ্ছে। নিয়ম ভঙ্গ করার কারণে গত মাস থেকে অন্তত ৪১ হাজার মানুষকে অঅটক করা হয়েছে।
সূত্র : এপি
Leave a Reply