নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলার জনপ্রিয় অনলাইন পত্রিকা রাইজিং কক্স প্রযোজিত ও ধ্রুব রাসেলের সঞ্চালনায় জীবনমুখী ফেসবুক লাইভ অনুষ্ঠান “জীবনের জন্য” দ্বিতীয় পর্বে মহান ‘মে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা’ নিয়ে সাজানো হয়েছে।
১ লা মে বিকাল ৪ টায় রাইজিং কক্স এর অফিসিয়াল ফেসবুক পেইজে এ অনুষ্ঠান দেখা যাবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কক্সবাজার জেলা শাখার যুগ্ম আহবায়ক কলিম উল্লাহ কলিম।
ধ্রুব রাসেল জানিয়েছেন, আমরা জেলার প্রথম কোন ফেসবুক লাইভ অনুষ্ঠান করি। প্রথম পর্বে অনুষ্ঠিত রমজানের তাৎপর্য শীর্ষক অনুষ্ঠানে পাঠক/শ্রোতাদের ইতিবাচক সাড়া আমাদেরকে মুগ্ধ করেছে। তারই ধারাবাহিকতায় আমরা মহান মে দিবস নিয়ে বিশেষ এই আয়োজন করতে যাচ্ছি। সবাইকে অনুষ্ঠান দেখার অনুরোধ রইল।
Leave a Reply