কালাম আজাদ
মহামারী করোনার আগ্রাসী থাবায় বিপন্ন বিশ্ব
একে-একে কেড়ে নিচ্ছে লাখো প্রাণ ভূবন করছে নিঃস্ব
এ এক মহামারী যুদ্ধ! যাতে বলি হচ্ছে অসহায় লাখো জনতা
করোনার কবল থেকে মুক্তির একমাত্র পথ বিশ্বব্যাপী সচেতনতা
কিন্তু একি দেখি! এর মধ্যেও গরীবের পেটে লাথি মারা হয়নি বন্ধ
চারপাশে ঘুরছে গুটিকয়েক স্বার্থান্বেষী মজুতদার, স্বার্থোদ্ধারে তারা অন্ধ
পাশাপাশি হারামখোর ব্যবসায়ীদের হরদম চালবাজী চলছে
অসহায় মানুষের ভাগ্য তাদের যাঁতাকলে দলছে
করোনাকালে ক্ষুধার যুদ্ধ চলে মেহনতি মানুষের
গার্মেন্টস শ্রমিকরা পিষ্ট হয় পথে- শিকার হচ্ছে আক্রান্তের
শুধু কি এই বাংলায়ই চলছে করোনা নিয়ে পুঁজির খেলা
থেমে নেই নাটক মঞ্চস্থ, স্বদেশের সতীত্ব বিকিয়ে চলছে দাবাখেলা
এই পরিস্থিতিতেও জনগনের সেবায় মহৎ কাজে নিয়োজিত ছাত্র-লীগ ছাত্র-ইউনিয়ন
তাদের কাজকে বিকৃত করতে মাঠে নামে কিছু নেতা- পাতি নেতা, সাথে কাস্তের বদলে ক্যামেরাম্যান
বিকৃত হোলিখেলায় ধ্বংস করছে কৃষকের ধান
রাজনীতিতে মুখ রাখতে তারা কাঁচা ধানই পায়ে মাড়ান
ধ্বংস হচ্ছে কৃষকের সম্বল, ধ্বংস হচ্ছে অর্থনীতি
মড়ার উপর খাড়ার ঘা–চলছে গরীবের ত্রাণ জালিয়াতি
এসো ভাই সবে স্বার্থ ভুলে সচেতন হই, হই মানবিক
তবেই আমরা জয়ী হবো-এটাই দরকার অধিক
সচেতনতা-ই হোক আমাদের লক্ষ্য হবো না করোনায় জব্দ
ঘরকেই তাই আশ্রয় করি, ঘরেই থাকি আবদ্ধ
আমরা ইতিহাস হই, লিখি নতুন ইতিহাস পৃথিবীর বুকে
আমরা ইতিহাসের অনিবার্যতায় বিশ্বাসী অসম্ভবকে সম্ভব করার সুখে
যেই ইতিহাসের রচয়িতা বিশ্বের নিপীড়িত মানুষ
আমরা তাদেরই দলে ভীড়ে যাই উড়াই জয়ের ফানুস
রাত ১২.৪০
১ মে, ২০২০
উখিয়া, কক্সবাজার
Leave a Reply