কফিল আহমেদ
মধু কালিজিরা যে খেতে বলছো ওসব তো আর মানুষের বুকে জন্মায় না, এক কৌটার দাম কতো দিতে হবে তা ভেবেছো কি কবিরাজ!
রোজ রোজ গরম পানি যে খেতে বলছো চুলা জ্বালাবার বিল কতো আসে সে খোঁজ রাখো কি পরামর্শক!
চল্লিশ টাকার আদার দাম দিয়েছি আমি তিনশ টাকা কেজি এই মড়কের হাটে!
আর দারুচিনি, সে তো আর কবিতার দ্বীপ থেকে আসবে না, জাহাজ আসবে না সেই দেশ আজ অমানিশা
আর নিমপাতা তুলসীপাতার কথা যে বলছো সে গাছ তো জন্মাতে দিলে না এ দেশের উঠানে বনে
সারা দেশ জুড়ে বিষবৃক্ষ ছড়িয়ে দিয়েছে ওরা যে রাষ্ট্রীয়ভাবে
সেসব বলতে চাইলেই বলবে অনুমতি নাই, সমাবেশ নিষেধ!
অষুধ লিখবার আগে তাই একবার ভেবে নিয়ো
কোটি কোটি চোখমুখ কই পাবে কবিতার এই ‘ডাইলভাত’!
০৩ মে ২০২০
Leave a Reply