ফারুক মাহমুদ
আমাদের আয়নাগুলো মরে আছে সময়ের ধুলোআস্তরণে
বধির আলোর মধ্যে নিজেদের মুখ দেখা বড় ঝক্কিকাজ
মাঝে মাঝে চলে এসো– অস্তসূর্যমুখ
মাঝে মাঝে চলে এসো– জীবিকা-বিতান
মাঝ মাঝে চলে এসো– অসমাপ্ত প্রেম
মাঝে মাঝে চলে এসো– বাকরুদ্ধ ঝড়
চলে এসো স্বচ্ছজল নদীটির কাছে
সামান্য উপুড় হয়ে দেখে নিয়ো নিজেদর আঁধিক্লান্ত মুখ
রূপ আর রূপকের ব্যবধান জানাটা তো জরুরি বিষয়
মুখ আর মুখোশের ব্যবধান দেখাটা তো জরুরি বিষয়
তরল মুগ্ধতা শুধু নয়–
যথার্থ আয়না হচ্ছে প্রকৃতির ছোট-বড় জলস্থানগুলো
০৩.০৫.২০২০
Leave a Reply