সাজিদুল হক
বনলতা রহস্যের গভীরে অনাবিষ্কৃত নারীর মুখ
জানে না ছলনার কলা
মহামায়ায় কেন টানে আজও!
করোনা বদলায় ক্ষণে ক্ষণে রূপ
বহুরূপী অদেখা সে মুখ টানে অবিরত;
বনলতা আদি ও অকৃত্রিম শ্যামল মেয়ের ছায়া
কেবলই আটপৌরে গৃহবধূ?
সেলুলয়েডের ফিতায় বন্দী নায়িকাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা!
বনলতা হয়তো বেঁচে আছে
সহস্র নারীর অবয়বে;
রাতের আঁধারের প্রেমে পড়েছিলো চাঁদ
তারাদের ভেবেছে প্রতিদ্বন্দ্বী রমণীর চোখ
চোখের পাতায় ঘুমুচ্ছে নিঃসঙ্গ বনলতা সেন
কাজলরেখা ফিরলে গাঢ় ঘুম ভেঙে একাকিত্ব আরও জটিল হবে।
০৪.০৫.২০২০
Leave a Reply