হাওয়া
বিকেল কথা বলে, মনের মতোই
দোতারা বাজায় মিথ্যে পুরুষ
সেদিনের গানে শুনি প্রকট প্রকাশ
প্রকাশিত স্বাক্ষর রাখে ঠোঁটে চোখ..
আমাকে ক্লান্ত হওয়ার গল্প শোনায়
উত্তরে আঁকা বিষবৃক্ষ যেমনঃ
প্রেমের দাম?হাওয়া এসে কথা রাখে।
বিপরীত নৌকো
জল থেমে গিয়ে নৈঃশব্দ্য, দেয়ালে-
লাটিমের হামাগুড়ি জানে প্রেমিক মন
কতোগুলো নামের অঙ্ক নামতা শেখায়
আমাদের; বিকেল পাঠানো ঘুম লিখে দাও!
আঙুলে রাখব চায়ের চুমুক
সন্ধ্যা হলেই উড়াল চোখগুলো নিয়ে
মদ্যপ ঘুম
একিলিস, ঘুমের স্বপ্নে বোরাকের ঘোড়া ছুটে
ঘুম নামে। চোখ থেকে ফোঁটে জল।
প্রেমের পদ্য যে জমায়, সেখানেও :
তোমার নাম আমি যে জানি; তা কে জানে?
হৃদয়ের করুণ চাহিদা যেমন কোরে নামে
এখান থেকে ঘুম-প্রেমের মন্ত্র বলে অদৃশ্য।
হাওয়া এসেছে দেয়ালের চারিদিকে সব,
শব্দের দল কেমন হারিয়ে যায় তোমাকে ছুঁ।
আমি কোনো ভাষায় অনুবাদ জানিনা-
Leave a Reply