সুলতান আহমেদ
এখন চলছে “করোনা” কাল
নিজ গৃহে থাকো বন্দী
ভয় করিওনা করোনা মহামারী
নিজের সাথে করো সন্ধি।
সারা বিশ্বে থরথরি কম্প
কখন কাকে যে ধরে?
তাইতো সবাই নিয়ম মেনে
থাকো নিজের ঘরে।
পরিষ্কার পরিচ্ছন্ন থাকা
ঈমানের এক অঙ্গ
অবহেলায় ভুল করেও
করিওনা নিয়ম ভঙ্গ।
২
কি হলো ভাই কি হলো
“করোনা”এলো দেশে
জীবন যাপনে ওলট পালট
হয়ে গেল অবশেষে।
জীবনের রঙ বদলে গেলেও
পেয়োনা মনে ভয়
বীরের মতো সাহসী হয়ে
“করোনা’কে করবো জয়।
৩
“করোনা”কালের নিয়ম কানুন
মেনে চললে ভাই
বিশ্বব্যাপী মহামারীকে
ভয়ের কারণ নাই।
শুচি শুভ্রতা মেনে চলবো
বদ্ধ ঘরের দোর
সামাজিক নিয়ম মেনে চললে
“করোনা”হবে দূর।
৪
নিয়ম মেনে থাকলে সবাই
কাটবে “করোনা”কাল
আঁধার রাতের শেষে আসবে
নতুন এক সকাল।
বিনাশী সময় কেটে গেলে
আবার সবাই হাসবো
সাহসী মানুষ যুদ্ধ শেষে
সবাইকে ভালবাসবো।
৫
কেটে যাবে মেঘ সোনালী আলোয়
নতুন দিন আসবে
“করোনা”মুক্ত পৃথিবী আবার
সোনার আলোতে হাসবে।
৪ মে ২০২০
Leave a Reply