নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার ৫ মে ১৮৪ জনের নমুনা পরীক্ষার করা হয় এতে ১১ জনের নমুনায় করোনা ভাইরাস জীবাণু পাওয়া গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।
এতে চকরিয়ায় ৯ জন, কক্সবাজার সদর হাসপাতালে ১ জন এবং পেকুয়ায় ১ জন করোনা শনাক্ত হয়েছে ।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রোববার পর্যন্ত ১৯৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৫ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। করোনা শনাক্ত ৫৫ জনের মধ্যে ৪৯ জন কক্সবাজার জেলায় এবং ৫ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা ও একজনের বাড়ি বান্দরবান সদর উপজেলায় । গত ২৪ মার্চ শনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী চকরিয়ার খুটাখালীর মুসলিমা খাতুনের নমুনা আইইডিসিআর ল্যাবে পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি সুস্থ হয়ে গত ৮ এপ্রিল বাড়িতে ফিরেছেন। গত ২ এপ্রিল থেকে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছিল।
কক্সবাজার জেলায় মহেশখালীতে ১০ জন, চকরিয়াতে ১৬ জন, সদর উপজেলায় ৭ জন, উখিয়াতে ৬ জন, টেকনাফে ৫ জন, রামু উপজেলায় ৩ জন, পেকুয়া উপজেলায় ৩ জন এবং করোনা রোগী শনাক্ত হয়েছে। কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি নেই।
জেলায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে তার বাড়ি রামু উপজেলায় এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।
Leave a Reply