মৃধা আলাউদ্দিন
চুল-দাড়িতে লোকটারে ভাই যায় না মোটে চেনা
লোকটারে কেউ ক্ষুর-কাঁচি আর আয়না এনে দেনা।
দিনেরবেলা ঘুমায় লোকটা, রাতে শুধু হাঁটে
খাইতে বসে ঠিক যখনই সূর্য নামে পাটে।
লোকটা আমার কেউ ছিল না, মামার মামা, হরিপদর কাকা
আর কিছু না, লাগত ভালো লোকটার ভাই দেশের ছবি আঁকা।
Leave a Reply