আসমা চৌধুরী
বাড়ি ভেঙে গেলেও বারান্দা থেকে যায়
মাথার ভেতরে বারান্দার চাঁদ
চাঁদের আড়ালে দোলনচাঁপা
কয়েকটি দিশেহারা মুখ নিজের কাছে এটুকু রাখে।
খড়ায় পোড়া ফসলের মতো চারদিকে খিল দেয়া ঘর
ভেতরে দম বন্ধ প্রতীক্ষা,দরজায় কার ছায়া আসে
বাঁশি থেকে যায় সুর মিলিয়ে যায় অন্ধকারে।
এখন হিজল ফুলে কার্পেট হবে গ্রামের পুকুরে
চালতাফুলের সাম্পান ডুবে যাবে সইদের ঘাটে
দশ নম্বর বিপদ সংকেত পার হয়ে পাখির ডানায় রোদ উঠবে।
দরজা বন্ধ করে কড়া নাড়বো অদৃশ্য আঙুলে
ঘর হবার আগেই যেমন উঠোন আগলায় কেউ।
Leave a Reply