পুলক হাসান
তোমাকে নিয়ে স্বপ্ন দেখব মীনাক্ষী
দেখি স্বপ্নে রুপকথার রাজপক্ষী!
নিজের কথা নিজেই যায় বলে
বাল্বের মতো জ্বলে ওঠে নিজেরই প্রতিভাবলে
আরামে যায় ঘুম নিদ্রাকুসুম তেলে
প্রয়োজন নেই তার কোনো গায়ক পাখি!
ফলে, হালছেড়ে দিয়েছি
দেখে শুনে পিছু হটেছি
আমার আর স্বপ্ন দেখা হলো না।
কারণ, স্বপ্ন তো আর দুঃস্হের ত্রাণ
রেশন কার্ডের কাড়াকাড়ির বিষয় না।