রাইজিং কক্স ডেস্ক : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষার পর চট্টগ্রামের আরও ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বুধবার দুপুরে এ তথ্য জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত কয়েকদিনে সিভাসুর ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে নতুন শনাক্ত ১৩ জন। ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন পুরনো একজনের করোনা পজেটিভ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে বাঁশখালীর ২ জন, ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন একজন, বিআইটিআইডি’র একজন, দামপাড়া পুলিশ লাইনের ২ জন, কোস্ট গার্ডের ৩ জন, হাটহাজারীর ১ জন, সীতাকুণ্ডের ১ জন, সাতকানিয়ার ১ জন ও মীরসরাইয়ের ১ জন রয়েছেন।
এদিকে চট্টগ্রাম জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।
Leave a Reply