কুতুব উদ্দিন
বহুদিন হইলো পীরের গল্প বলা হয় না। বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারি আত্মসাতের পর পীরের গল্পটি মনে পড়লো- সব সাগরেদই খাঁটি সাগরেদ নয়। একজন এক পীর সাহেবকে জিজ্ঞেস করলেন যে,’তুমি এতগুলো সাগরেদ করেছো, এগুলোকে কি তুমি পার করতে পারবা সুপারিশ করে? কেয়ামতের দিন-কি হাশরের দিন?
পীর বললো পারবো। লোকটি বললো ‘এতগুলো লোক তুমি কেমনে পারবা? কতগুলো কতো পাপ করেছে কি করে করবা এতগুলো সুপারিশ।’
পীর বলেন,’এতগুলো তো নয় আসলে। তুমি দেখেছ বটে এতগুলি,খাঁটি আসলে খুব কম। সেই কয়জন কেই আমার পার করানোর কথা যারা খাঁটি। লোকটা বললো যে,’এটা তুমি কেমনে জানো? পীর বলে,’তাহলে আমি প্রমাণ করি দিই। তুমি রটাইও যে আমি (পীর) তোমার টাকা আত্মসাৎ করেছি। এইটাই তুমি রটিয়ে দাও আমার সাগরেদদের মধ্যে।’ তো ওই লোক তা রটিয়ে দিলো, পীর আমার টাকা আত্মসাৎ করেছে। এটা শুনে পীর এর সাগরেদরা হৈ হৈ করে বলতে লাগলো, ‘ছি ছি এত বড়ো চিটের কাছে আমরা মুরিদ হয়েছি।’
সবাই পীর এর বিরুদ্ধে চলে গেল, পীরের সমালোচনা করতে লাগলো, শুধু তিনজন মানুষ, এক নারী আর দুই পুরুষ বাদে। এই তিনজন মানুষ এতগুলো সাগরেদগোষ্ঠীর মধ্যে-তারা পীর এর উপর বিশ্বাস হারালো না। বলতে লাগলো যে, ‘আমাদের পীর সাহেব একাজ করতে পারেন না। এর মধ্যে কোন গোলমাল আছে।’ এবার পীর বললেন এই তিনজনকেই আমি পার করার সুপারিশ করবো এরাই আমার প্রকৃত সাগরেদ। বাকী সব বিভিন্ন স্বার্থে আমার পেছনে হেইয়া দিয়েছে মাত্র।
ঠিক আমরা প্রতিনিয়ত হেইয়া দিয়ে যাচ্ছি কিন্তু তাতে আমার ক্ষতি হচ্ছে না কিনা তা আমি খতিয়ে দেখছি না। তবে ভাবার বিষয় আমরা যতই চালবাজি করি না কেন প্রকৃতিই একদিন আমাদের প্রাপ্ত পুরস্কার দিবে…
করোনা নয় তো?
লেখক : রেজিস্ট্রার
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
Leave a Reply