নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে আজ বৃহস্পতিবার ১৫০ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে কক্সবাজার জেলার ১৯ জন ও একজন লোহাগড়া উপজেলার।
আজ কক্সবাজারে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজারের শনাক্ত ১৯ জন হয়েছে পাঁচ উপজেলায়। এর মধ্যে পেকুয়ায় সর্বোচ্চ ৯জন, কক্সবাজার সদর ৫ জন, চকরিয়া ৩জন, মহেশখালী ১জন ও রামুতে ১জন। একজন লোহাগড়া।
তিনি জানান, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ৭মে ১৫০ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের নমুনায় করোনা জীবাণু পাওয়া গেছে।
কক্সবাজারের সিভিল সার্জন মোঃ মাহবুবুর রহমান জানান, সর্বশেষ ৭ মে বৃহস্পতিবার কক্সবাজার জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা হলো ৭১ জন। এর মধ্যে তিনও চিকিৎসক রয়েছেন। একজনের মৃত্যু হয়েছে। নয়জন সুস্থ হয়েছে।
Leave a Reply