রাইজিং কক্স ডেস্ক : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিআইটিআইডিতে ১৯৮টি নমুনা পরীক্ষা করে নতুন আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে চট্টগ্রাম জেলার আরও একজনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত সোয়া ১১টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিআইটিআইডিতে ১৯৮টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে পজেটিভ পাওয়া গেছে। এরমধ্যে ১৮ জনই চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকার এবং অন্যজন নোয়াখালী জেলার বাসিন্দা। তাছাড়া কক্সবাজারে আরও একজনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
সিভাসুতে ৬১ নমুনা পরীক্ষা করে ৪০ জনের শরীরের করোনা পাওয়া গেছে। তবে সিভাসুতে পজেটিভ হওয়া রোগীরা কোন এলাকার তা বিস্তারিত জানাতে পারেন নি তিনি।
বৃহস্পতিবার আক্রান্তদের মধ্যে নগরের আকবরশাহ, দক্ষিণ নালাপাড়া, রাহাত্তারপুল, পাঁচলাইশ, শুলকবহর, কোতোয়ালি, কর্নেলহাট এলাকার ১ জন করে ৭ জন। এনায়েত বাজার, ঈদগাঁহ, হালিশহর এলাকার ২জন করে ৬ জন পাওয়া গেছে। এছাড়া নগরের সাগরিকা এলাকার এক মৃত ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। নগরের বাইরে লোহাগাড়া উপজেলায় ৩জন এবং সাতকানিয়া উপজেলায় আরও ১জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
এদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে চট্টগ্রামের সাতজনের নমুনা পরীক্ষা হয়৷ তারমধ্যে লোহাগাড়ার আধুনগর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১ জনের নমুনায় কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়।
Leave a Reply