রাইজিং কক্স ডেস্ক : চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার তৃতীয় ল্যাব চালু হয়েছে।
শনিবার সকালে ল্যাবটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।
প্রতিদিন এই ল্যাবটিতে ৯০টি নমুনা পরীক্ষা করা হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ল্যাবটিতে কিছু নমুনা টেস্ট করা হলেও আজ থেকে আনুষ্ঠানিকভাবে নমুনা পরীক্ষা করা হয়।
এর আগে, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিজের ল্যাব এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সাইসেন্স ইউনিভার্সিটির ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা হতো।
এখন পর্যন্ত এই দুটি ল্যাবে প্রায় সাড়ে ৫ হাজার নমুনা পরীক্ষা করে ২১১ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়।
Leave a Reply