নিজস্ব প্রতিবেদক : টেকনাফে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসক নাঈমা সিফাত (২৮) চিকিৎসা প্রদানকালে গত ২৫ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়। পরে সিভিল সার্জন এবং ডা.টিটু চন্দ্র শীলসহ টেকনাফ উপজেলা প্রশাসনের উপস্থিতে হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়।
এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে গত (৩০ এপ্রিল) থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাকে ধাপে ধাপে ৩ বার নমুনা পরীক্ষা করা হয়। নমুনা রিপোর্ট ৩ বারেই নেগেটিভ আসে। তিনি সুস্থ হয়ে বর্তমানে তার স্বামীর সাথে চট্টগ্রাম শহরে পাঁচলাইশ বাড়িতে আছেন এবং সুস্থ আছেন।
ডাঃ টিটু চন্দ্র শীল জানান, “শনিবার(৯ মে) থেকে সম-সাময়িক লকডাউন প্রত্যাহার করে আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টেকনাফ এর সকল কার্যক্রম (আউটডোর, ইনডোর, অপারেশন, টেলিমেডিসিন, আইএমসিআই, ব্রেষ্ট ফিডিং,এএনসি, পিএনসি, ডেলিভারি, সিজার, আইপাস, রেফারেন্স-এফডিএমএন, এডোলেসেন্স সেন্টার, এনসিডি,ডেন্টাল, স্বাস্হ্য শিক্ষা, ফিজিওথেরাপি, টিকা, ওসিসি, এক্স-রে, আল্ট্রাসাউন্ড, প্যাথলজি, ব্লাড ডোনেশন, গরীব-দুঃস্থদের-ফ্রী সার্ভিস সেবাসমূহ) পুরোদমে চালু করা হয়েছে। আশাকরি, সৃষ্টিকর্তার অশেষ মহিমায় আপনাদের সহযোগিতা নিয়ে টেকনাফ উপজেলায় সকল স্বাস্থ্য সেবা (মাঠ-পর্যায়সহ)’র কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।”
Leave a Reply