নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগিদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে প্রথম করোনা রোগী ভর্তি করা হয়েছে।
রবিবার (১০ মে) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা শনাক্ত হওয়া উখিয়ার রত্নাপালংয়ের খোন্দকার পাড়া এলাকার পল্লী চিকিৎসককে রাত সাড়ে ৮ টায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে রাইজিং কক্স কে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজন বড়ুয়া রাজন।
ডাঃ রনজন বড়ুয়া রাইজিং কক্স কে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উক্ত পল্লী চিকিৎসকের বাড়ী লকডাউন করা হয়েছে। তাঁর পরিবারে ৫ জন সদস্য রয়েছে। আগামীকাল সোমবার তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেলে পাঠানো হবে।
কক্সবাজার মেডিকেল কলেজের প্রতিবেদন অনুযায়ী
উখিয়া উপজেলায় এ পর্যন্ত ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ইতিমধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply