নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের টেকপাড়ার হাঙর পাড়া এলাকা থেকে ৩৬ পিস হাজার ইয়াবাসহ ইউসুফ মামুন নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
সোমবার বিকেলে শহরের টেকপাড়া মাঝির ঘাট রোড়ের কক্সবাজার গ্রামার স্কুল এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ইউসুফ মামুন কক্সবাজার সদরের খুরুষ্কুল মনুপাড়া এলাকার হাজী জহির আহমেদের ছেলে।
কক্সবাজারস্থ র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার (সহকারী পরিচালক) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকপাড়া মাঝির ঘাট রোড়ের কক্সবাজার গ্রামার স্কুল এলাকা থেকে ৩৬ হাজার পিস ইয়াবা সহ খুরুষ্কুল মনুপাড়া এলাকার হাজী জহির আহমেদের ছেলে মো. ইউসুফ প্রকাশ মামুনকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক এক কোটি আশি লাখ টাকা বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা।
এ সময় আরেকজন পালিয়ে যায় এবং আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply