রাইজিং কক্স প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় সোমবার (১১ মে) শনাক্ত করোনা রোগীকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলিউসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সোমবার জালিয়াপালংয়ের ২ নং ওয়ার্ডের সোনাইছড়ি গ্রামের ৭০ বছর বয়স্ক এক বৃদ্ধের করোনা শনাক্ত হয়েছে। এ তথ্য কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন বড়ুয়া রাজনের কাছে জানতে চাইলে তিনি রাইজিং কক্স কে জানান, উখিয়ায় আজ সোমবার শনাক্ত করোনা রোগীকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রোগিদের জন্য নির্ধারিত আইসোলিউসিন ওয়ার্ডে রাত ১০ টার দিকে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
উখিয়ায় করোনা শনাক্ত ৯ জনের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রামু আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৩ জন। উখিয়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ২জন। কক্সবাজার পৌরসভাস্থ নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন ১ জন।
Leave a Reply