রহিম রানা
সমুদ্রের মতো মহান আর কি আছে
পাহাড়ের মতো কঠিন আর কি হয়
নদীর মতো সুন্দর দেখিনি কোনো নারী-
আমি চলে যাবো!
পঁয়ত্রিশ বসন্ত হয়নি, নক্ষত্রের দিকে ছুটে চলা হয়নি
রমণীর চুলের ফিতেয় বাঁধিনি আমারে-
কিভাবে বলি হায়!
আমি চলে যাবো বসন্তদিনের কোনো এক বিকেলে।
এই বৃষ্টির রাতে
এই ঘরময় ঘন অন্ধকারের কাছে মোর প্রার্থনা;
যেন জেগে উঠি আবার মাটি ফুঁড়ে মাথা উঁচু করে
কোনো এক প্রৌঢ় বয়স্ক বৃক্ষের মতো।
ষোলো এপ্রিল~দুই হাজর বিশ
শ্রীপুর, গাজীপুর।
Leave a Reply