সাইমুম শারিক হিমেল
ছাত্রলীগের ভালো কাজের কথা কেউ সহজে লিখে না,কেউ সহজে বলেও না
সকলেই শুধু ছাত্রলীগের ভালো কাজের ফোকাস আড়াল করতে চায়!
নিজ উদ্যোগে ত্রাণ দিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে, স্যানিটাজার বিতরণ হতে ধান কাটা পর্যন্ত,
ছাত্রলীগের সকল ভালো কাজ প্রকাশের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় সকলে বোবা হয়ে যায়।
.
.
.
বাংালার প্রথম ক্রান্তিলগ্ন হতে, বর্তমানের করোনা সংকট পর্যন্ত
ছাত্রলীগ নিজেদের নিয়োজিত রেখেছ সব ধরণের ইতিবাচক কর্মকান্ডের মাঝে!
ছাত্রলীগ নেতাকর্মীদের এতো এতো আত্মত্যাগ, এতো এতো অর্জন সব বাদ দিয়ে
বিন্দু পরিমাণ ভুলই শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ঝনঝনিয়ে বাজে।
.
.
.
বিষটি দুঃখজনক হলে সত্য, ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ইতিবাচক কর্মকাণ্ড নিজেরা সহজে তুলে ধরে না
নিত্যনৈমিত্তিক শুধুমাত্র তারা যায় ক্রান্তিলগ্নের সাথে লড়াই করে!
সোশ্যাল মিডিয়ায় ছাত্রলীগকে নিয়ে বিতর্কের তুফান ঠিকই উঠে, গুটিকয়েকের শো-অফের রাজনীতির সমালোচনার ঝড়ও উঠে
কিন্তু ছাত্রলীগের কোটি ইতিবাচক কাজ প্রকাশের বেলায় তাদের বিবেক কেন দিব্যি যায় মরে।
লেখক: সাবেক ছাত্রলীগ কর্মী
Leave a Reply