রাইজিং কক্স প্রতিবেদক : কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার (১৩ মে) উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক প্রেরিত ২২ জনের নমুনা পরীক্ষা করে করে ৫ জনের দেহে করোনা ভাইরাস জীবাণু পাওয়া গেছে। বাকী ১৭ জনের দেহে করোনা ভাইরাস জীবাণু পাওয়া যায়নি।
বিষয়টি রাইজিং কক্স কে নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন বড়ুয়া রাজন।
আজ করোনা শনাক্ত ৫ জনের মধ্যে উপজেলার রত্নাপালং ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় গত ১০ মে করোনা শনাক্ত পল্লী চিকিৎসক ডাঃ শাহেদ হাকিমের পরিবারের ৪ জন এবং জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার ৬৮ বছর বয়সী এক বৃদ্ধ।
ইতিমধ্যে তাঁদের চিকিৎসার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানা গেছে।
ডাঃ রনজন বড়ুয়া রাজন রাইজিং কক্স কে আরো জানান, বুধবার ১৩ মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষার জন্য উখিয়া উপজেলা হতে সংগ্রহীত ৪০ জনের নমুনা পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট ৩৫৯ জনের নমুনা পাঠানো হয়েছে। আজ ফল এসেছে ২২ জনের এতে ৫ জনের পজেটিভ এবং ১৭ জনের নেগেটিভ। এ পর্যন্ত মোট ফল এসেছে ২৮৬জনের। এতে মোট ১৪ জনের পজেটিভ এবং মোট ২৭২ নেগেটিভ রিপোর্ট নেগেটিভ এসেছে। আরও পরীক্ষার জন্য অপেক্ষমান আছে ৭৩ জনের নমুনা।
উপজেলার করোনা শনাক্ত ১৪ জনের মধ্যে বর্তমানে রামু আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১ জন। উখিয়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ২জন। কক্সবাজার পৌরসভাস্থ নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন ১ জন। মোট চিকিৎসাধীন রয়েছেন ৪ জন। এছাড়াও ইতিমধ্যে রাজাপালং ইউনিয়নের হাজির পাড়া এলাকার একই পরিবারের ৩ জন (বানু বিবির পরিবার), জালিয়াপালংয়ের সোনারপাড়া এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউল করিমের স্ত্রী খুরশিদা বেগম (৫০) ও উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা কর্মী পাইমং মারমা (২৫) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। এবং আজ করোনা শনাক্ত ৫ জনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply