বিনোদন প্রতিবেদক : বিশ্ব সংগীত দিবস ও বাবা দিবস উপলক্ষে মিউজিক এভার আজ রোববার রাত ৯ টায় লাইভ গানের অনুষ্ঠানের আয়োজন করেছে।ধ্রুব রাসেলের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে সরাসরি যুক্ত হয়ে গান পরিবেশা করবেন কক্সবাজারের জনপ্রিয় সংগীত শিল্পী জোনাকি।
Music Ever ফেসবুক পেইজে যুক্ত থেকে সবাইকে অনুষ্ঠানটি উপভোগ করার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।