নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় নবগঠিত উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির ১ম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৩ টায় উখিয়া নুর হোটেলের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিউল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া।
সভায় উখিয়া অনলাইন প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্য পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় করোনাকালে সংবাদ সংগ্রহে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার উপরও জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, দপ্তর সম্পাদক রফিক মাহমুদ, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিদুয়ানুর রহমান, কার্যকরী সদস্য হেলাল উদ্দিন ও তাসপ্রিয়া বিনতে কাশেম।