রাইজিং কক্স ডেস্ক : সরকারি ছুটির সাথে মিল রেখেই পোশাক শ্রমিকদের ছুটি দেয়া হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বেতন-বোনাস নিয়ে শ্রম মন্ত্রণালয়ের সাথে বৈঠকে শেষে গণমাধ্যমকে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ না করার জন্য পোশাক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের ইতোমধ্যে জুন মাসের বেতন দেওয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতন ও বোনাস পরিশোধ করা হবে। এ বিষয়ে বিজিএমইএ এর সঙ্গে বৈঠক করে শ্রম মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেবে।