নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরের খুরুশকুল অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। তাঁর হাতে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। বয়স আনুমানিক ৪৫ বছর।
আজ রোববার সকালে তেতৈয়া সওদাগর পাড়া রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) মাসুম খান জানান-স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। তবে এখনো পর্যন্ত তার পরিচয় পাওয়া যায় নি। স্থানীয়দের ধারনা কেউ খুন করে তাকে সেখানে ফেলে গেছে।