শহর সংবাদদাতা : কক্সবাজারে সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম সিফাত (৮)। সে শহরের পাহাড়তলী সাত্তার ঘোনার আব্দুল আমিনের ছেলে।
সৈকতের বীচ কর্মী মাহাবুবুর রহমান জানান, সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে সীগাল পয়েন্টে একদল শিশু গোসল করতে নামেন। এসময় শিফাত ভেসে যায়।
খবর পেয়ে উদ্ধারকর্মীরা বিকাল ৪ টার দিকে সুগন্ধা পয়েন্ট থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান জাহিদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।