নিজস্ব প্রতিবেদক, রামু : বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদ রামু উপজেলার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। প্রসেজিৎ মল্লিককে আহবায়ক এবং সত্যজিৎ বড়ুয়াকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলার আওতাধীন রামু উপজেলা আহবায়ক কমিটি আগামী ৩ মাসের জন্য অনুমোদন দেন কক্সবাজার জেলা কমিটি।
গত ১৯ সেপ্টেম্বর কক্সবাজার জেলা কমিটির আহবায়ক সজল দাশ ও সদস্য সচিব জয় বড়ুয়া
নব নির্বাচিত রামু উপজেলা কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক যথাক্রমে সৌরভ বড়ুয়া, শিবু ধর, নান্টু বড়ুয়া, রমিজ বড়ুয়া, সদস্য যথাক্রমে সৌমিক চৌধুরী প্রাচীর, সোহেল বড়ুয়া, নির্মল রুদ্র, ক্লিনটন বড়ুয়া, প্রদীব রুদ্র, অম্লান বড়ুয়া, অর্ক বড়ুয়া, কিন্নর সরকার পায়েল ও প্রতিক বড়ুয়া| বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলা কমিটির অাহবায়ক সজল দাশ ও সদস্য সচিব জয় বড়ুয়া’কে নব নির্বাচিত রামু উপজেলা কমিটির নেতৃবৃন্দরা কৃতজ্ঞতা জানিয়েছেন।