ক্রীড়া প্রতিবেদক, রাইজিং কক্স : অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়া দলকে নেতৃত্ব দেওয়া আকবর আলীর জন্মদিন আজ।
আকবর আলীর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শুভেচ্ছা জানিয়েছে। শুভেচ্ছা বার্তায় সংস্থা দুটি আকবরের বিশ্বকাপ জয়ের স্মৃতি উল্লেখ করে শুভেচ্ছা জানান।


উল্লেখ্য, আকবর রংপুরের ছেলে। ২০০১ সালের ৮ অক্টোবর রংপুর সদরের পশ্চিম জুম্মাপাড়া জন্ম তারা। বাবা মোহাম্মদ মোস্তফা এবং মা শাহিদা বেগমের পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট আকবর।