উখিয়া সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক (উখিয়া-টেকনাফ) সার্কেলের সিরাজুল মোস্তফা এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার রাতে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের পরিদর্শক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের একটি টিম গোপন সংবাদে উখিয়া কাঁচা বাজারস্থ সামনের রাস্তায় অভিযান চালায়।
এ সময় ১০ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ উখিয়া পালংখালী ইউনিয়নের রহমতেরবিল এলাকার রশিদ আহমদের ছেলে জহির উদ্দিনকে (৪৫) আটক করতে সক্ষম হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর পর উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।