নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা, উখিয়া-টেকনাফ সাবেক এমপি, ককসবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী (৭৭) ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার রাতে ককসবাজার হাসপাতালে নেওয়ার পথে ভোররাত ৪ টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শুক্রবার আছরের নামাজের পর হ্নীলা দরগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমাবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন রাইজিং কক্স সম্পাদক ও প্রকাশক এম. সালাহ উদ্দিন আকাশ, নির্বাহী সম্পাদক কালাম আজাদ।