উখিয়া সংবাদদাতা: কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সমুদ্র উপকুলীয় জনপদের বহু মামলার আসামি রফিকুল হুদাকে (৩৮) অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
১ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে উখিয়া থানার উপ- পরিদর্শক শাহ জালাল ও ইনানী পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে মেরিন ড্রাইভ সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পের ডাকাতদলের আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে, চাঁদাবাজি, হত্যা, ডাকাতি, প্রতারণা, ভুমিদস্যু হিসেবে কোর্ট ও থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি পুলিশের খাতায় পলাতক হিসেবে মোষ্ট ওয়ান্টেট। সন্ত্রাসী ভূমিদস্যু রফিকুল হুদা পুলিশের জালে আটকের খবর ছড়িয়ে পড়লে মনখালী, চেপটখালী, মাদারবনিয়া গ্রামবাসী আনন্দ উল্লাসে মেতে উঠেছে এবং একে অপরকে মিষ্টি মুখ বিতরণ করছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার অফিসার(ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।