উখিয়া সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর ব্লক-১৭ এর হেডমাঝি আজিজ উল্লাহ (৪৫) কে আটক করেছে উখিয়া থানা পুলিশ। ৪ ডিসেম্বর (শুক্রবার) রাতে তাকে আটক করা হয়।
এ সময় তাঁর নিকট থেকে ৩ হাজার ৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে ওই ক্যাম্পের আবুল হোসেনের ছেলে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।