নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া সদরের ঘিলাতলী পাড়ার মো: ইব্রাহীম (২৮) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
আজ বিকাল ৫ টার দিকে বালুখালী কাস্টম চেকপোস্টের পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছে বলে রাইজিং কক্স কে জানিয়েছে নিহতের ছোট ভাই মোহাম্মদ হাসান।
নিহত ইব্রাহীম উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী পাড়ার ছৈয়দ নুরের ছেলে। এবং সে একটি এনজিও সংস্থায় কর্মরত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালুখালী থেকে উখিয়া ফেরার পথে কাস্টম চেকপোস্ট সংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কে আজ বিকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
শাহপরীরদ্বীপ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মারুফুর রহমান জানান, বিনা ময়না তদন্তে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মোহাম্মদ ইব্রাহিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।