মুহম্মদ নূরুল হুদা
ধীরে রাখো পা,
এইখানে নমিত দাঁড়াও;
এইখানে বুনে রাখো সব পুণ্যবীজ,
এইখানে নতনেত্র পবিত্র দাঁড়াও।
ধন ও ধানের দেশ এই বাংলাদেশ
জ্ঞান ও জ্ঞানীর দেশ এই বাংলাদেশ
ঋত্মিক ঋষির দেশ এই বাংলাদেশ
সুফলা কৃষির দেশ এই বাংলাদেশ
পীর-আউলিয়া-সন্ত মাজারের দেশ
ধ্যানী-জ্ঞানী-মানী আর অমর শহীদ
বুদ্ধিজীবীদের দেশ এই বাংলাদেশ –
এইখানে ধীরে রাখো পা,
এইখানে নতনেত্র নমিত দাঁড়াও;
এখানে করেছি চাষ ইতিহাস, আর
সর্ব-জ্ঞান-বীজাগার তোমার আমার –
এইখানে নতনেত্র, পবিত্র দাঁড়াও।
চিরপলিময়
এইখানে জেগে আছে নদীর হৃদয়
যুক্তি, মুক্তি আর শস্যমঙ্গলের জয়
এইখানে জেগে আছে বংশপরম্পরা,
কিংবদন্তি, কাহিনী ও সুফলা সময়;
মুক্তিযুদ্ধে বিজয়েরর সব স্মৃতি,
সব কৃতি, শোণিতের জ্ঞানজ সংস্কৃতি,
সংশপ্তক বাঙালির সর্বিবদ্যাবীজ,
লোকাচার, স্বাধীনতা, নন্দন স্বীকৃতি,
এইখানে জেগে আছে
বাঙালির আত্মার আলোক,
এই পুণ্যতীর্থে এসে বাঙালির
সব শিশু ধ্যানী-জ্ঞানী হোক।
এইখানে শহীদ মুনীর,
গিয়াস, রশীদ, জ্যোতির্ময়
আর বাঙালির সব সুশিক্ষক,
কবি, চিত্রী, চিকিত্সক আর
মুক্তচিত্ত বিশ্ববিবেকের জয়;
এইখানে আনোয়ার পাশা,
শহীদ গোবিন্দ দাস আর
একাত্তরের সকল শহীদ বুদ্ধিজীবীর জয়;
নাই নাই ভয়, জয় বাংলার জয়,
বাঙালি বিজয়ী জাতি, অনন্ত নির্ভয়।
এখানে গড়েছি এক বাড়ি
এই বাড়ি চিরগণবাড়ি
এই বাড়ি অনন্তের বাড়ি;
এইখানে, হে বাঙালি,
তুমি-আমি সকলেই
সারি সারি
দাঁড়িয়েছি
নতনেত্রে
আজ ভোরে
অনন্ত স্বাধীন;
এই তো
দিনের
শুরু,
শুরু
শুধু
শুরু;
এ-বাংলায় আর কোনো রাত নেই,
এ-বাংলায় আজ থেকে শুধু দিন,
অনস্ত সূর্যের দেশ এই দেশ,
এই দেশ
অনন্ত স্বাধীন —
এই দেশে
দিন, শুধু দিন।
এইখানে ধীরে রাখো পা,
এইখানে নতনেত্র নমিত দাঁড়াও;
এখানে করেছি চাষ ইতিহাস, আর
সর্ববিদ্য, বাঙালির জ্ঞান-বীজাগার,
এইখানে ধীরে রাখো পা
এইখানে
অবনত
নতনেত্র
পবিত্র
দাঁড়াও
পবিত্র
দাঁড়াও,
পবিত্র
দাঁড়াও
১৪ই ডিসেম্বর, ২০২০ ইংরেজি।