এম. সালাহ উদ্দিন আকাশ, রাইজিং কক্স: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে স্বাদ ও মিষ্টিবন কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার কক্সবাজার প্রশাসনের সহযোগিতায় ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বেসদর উপজেলার আলীর জাহাল এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ আলীর জাহাল এলাকার মিষ্টিবন বেকারি কে পণ্যের গায়ে মূল্য উল্লেখ না করা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা, পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে ৫০ হাজার এবং স্বাদ বেকারি কে পণ্যের গায়ে মূল্য উল্লেখ না করা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোঃ ইমরান হোসাইন রাইজিং কক্স কে বলেন, অভিযানকালে আলীর জাহাল এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।
আরও পড়ুন : বেশি দামে পণ্য বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
এছাড়াও ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পণ্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
এ সময় সার্বিক নিরাপত্তা প্রদান করেন সদর থানার এক দল পুলিশ সদস্য।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মোঃ ইমরান হোসাইন।