সবুজ মোস্তফা
মেরেঞ্জার চুড়ায় দাড়িয়ে সাগরের দিকে চাই
আমি আনমনা চোখে।
মরিচের সাদা আর সরিষার হলুদ ফুলে ভরা প্রান্তর,
সোনলী নারায় এখনো মিসে আছে
পাকা ধানের গন্ধ,
পবনের মত হারিয়ে গেছে আমের মুকুল,
অষ্টাদশি চাদেঁর আলোয়
খড়ের স্থুপ বুকে নিয়ে ঘুমায় স্বপ্ন ছেড়া যুবক।
চাঁদ ও আলো জ্বেলে- জ্বেলে নিভে গেলে
জাগে আধার।
জাগে আবার।
বিচ্ছিন্ন খড়ের বুঝা বুকে নিয়ে ঘুমানো যুবক।
অগুনিত তারায় ভরে উঠে
রাতের প্রথম প্রহরের আকাশ।
কোয়াশায় সিক্ত মরা সবুজ ঘাসের মত
স্বপ্ন দেখে যুবক, জোড়া লাগায় ছেঁড়া স্বপ্ন।
স্বপ্ন ছেঁড়া যুবক।