এম. সালাহ উদ্দিন আকাশ : কক্সবাজারের উখিয়ায় করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজন বড়ুয়া রাজন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা. এহেচান উল্লাহ সিকদারসহ সরকারের বিভিন্নস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।
এই দিনে উপজেলায় নিবন্ধনকৃত ১ জন মহিলা ও ২৯ পুরুষ টিকা গ্রহণ করেছেন।
কক্সবাজার জেলায় জনসংখ্যাসহ সামগ্রিক দিক বিবেচনা করে সর্বোচ্চ ২৫০০ ডোজ টিকা পেয়েছে উখিয়া উপজেলা।
উখিয়া উপজেলার অগ্রাধিকারভূক্ত উদ্দিষ্ট জনগোষ্ঠীকে সুরক্ষা ওয়েব (Surrokkha.gov.bd) থেকে রেজিস্ট্রেশন করে দ্রুত টিকা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজন বড়ুয়া রাজন।