
ক্রীড়া প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার খয়রাতি পাড়া ফুটবল ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত ‘আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট-২০২১’ এর দ্বিতীয় ম্যাচে ভাই ভাই একাদশ উখিয়া সদর জয় লাভ করেছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় খয়রাতি পাড়া খেলার মাঠে জামতলী খেলোয়াড় সমিতির বিপক্ষে মাঠে নামে ভাই ভাই একাদশ উখিয়া সদর।
উত্তেজনাপূর্ণ খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ম্যাচ ড্র হয়। ট্রাইবেকারে ভাই ভাই একাদশ উখিয়া সদর ৫-২ গোলে জামতলী খেলোয়াড় সমিতিকে হারিয়েছে।
ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জামতলী খেলোয়াড় সমিতির মোঃ ফিরোজ ।
ম্যাচ পরিচালনা করেন হেলাল, ছৈয়দ ও মিজান।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) একই মাঠে বিকাল ৩ টায় বটতলী ইয়ং স্টার ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে ফ্রেন্ডশিপ একাদশ উখিয়া।
উদ্বোধনী ম্যাচে থাইংখালী খেলোয়াড় সমিতিকে ৪-১ গোলে হারিয়ে উত্তর পুকুরিয়া ফুটবল ক্লাবের শুভ সূচনা
টুর্নামেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে আছে আপনার প্রিয় অনলাইন পত্রিকা রাইজিং কক্স।
প্রতি ম্যাচের ফলাফল জানতে https://www.facebook.com/risingcox লিংকটিতে ক্লিক করে রাইজিং কক্সের অফিসিয়াল ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।