– সুলতান আহমেদ
একুশ এলেই বাংলাপ্রীতি
জেগে ওঠে যাদের
সারা বছর বাংলার কথা
স্মরণ হয়না তাদের।
শহীদ স্মৃতি তাদের যেন
হঠাৎ করে স্মরণ হয়
ফেব্রুয়ারির একুশ তারিখ
বুকে রক্ত ক্ষরণ হয়।
ফেব্রুয়ারি বিদায় নিলে
আগের মতো চলে সব
বাঙালিত্ব হারিয়ে যায়
বাংরেজির হয় কলরব।