আল মাহমুদ ভূট্টো, রামু : কক্সবাজারের রামুতে প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মুর্তি পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইরাল আর মিলার।
বুধবার (৩ মার্চ) দুপুরে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি ১০০ ফুট সিংহশয্যা বুদ্ধমূর্তি ও বিদর্শশন ভাবনা কেন্দ্রে পৌঁছলে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান ১০০ ফুট সিংহশয্যা বৌদ্ধ মন্দিরের প্রতিষ্টাতা পরিচালক করনাশ্রী মহাথেরো।
এ সময় রামু উপজেলার সহকারী কমিশনার ভূমি সরোয়ার আলম, রামু থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া।
মিলার দেশের সর্ববৃহৎ ১০০ ফুট বুদ্ধ মূর্তি ও ভাবনাকেন্দ্র ঘুরে দেখেন।
পরে মার্কিন রাষ্ট্রদূত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তির প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ করুনাশ্রী মহাথেরো এর সাথে কৌশল বিনিময় করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
অধ্যক্ষ করুনাশ্রী মহাথেরো বিহার পরিদর্শনে আসায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।