নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় অভিযান চালিয়ে আবু সাঈদ (২১) নামে এক যুবককে অপহরণকারীদের কবল থেকে উদ্ধারের কথা জানিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এসময় আটক করা হয়েছে দুই জনকে। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া আবু সাঈদ চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের শিয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
আটকরা হলেন, পূর্ব ফারির বিল এলাকার শহিদুল ইসলাম (১৯) ও তার মা ছলেমা খাতুন (৪৪)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গত ৭ মার্চ বিকেলে মাইক্রোবাসযোগে অপহরণ করে জনৈক নুরুসহ ৫/৬ জন। এক পর্যায়ে পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় এবং টাকা দিতে ব্যর্থ হলে ওই যুবককে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারী। বিষয়টি অপহৃতের পিতা র্যাবকে জানালে র্যাব তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে। বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে দুই জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় অপহৃত যুবককে। তাকে চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে উখিয়ায় থাকায় একটি মামলা দায়ের করেছেন।