সুলতান আহমেদ
উনিশশো বিশে সতেরো মার্চে
টুংগীপাড়ায় জন্মেছিল এক শিশু,
সারাজীবন নিজেকে উজাড় করে
বিলিয়ে গেছেন-নেয়নিকো কিছু।
দিয়ে গেছে একটি পতাকা, জাতিরাষ্ট্র
বিশ্বজোড়া খ্যাতি ও সম্মান,
সার্বভৌম বাংলাদেশ থাকবে জেগে
দেদীপ্যমান সদা চির অম্লান।
চারিদিকে ঘনায় যখন অন্ধকার
দীশাহীন ঘোর অমানিশা,
তখন কানে বাজে সে বজ্রকণ্ঠস্বর
জাগায় সাহস বিদীশায় দীশা।
যার বাণী-কীর্তীগাথা চেতনায়
জেগে থাকে সদা বহমান,
সেইতো বাঙালি জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(১৭-০৩-২০২১)