বিনোদন প্রতিবেদক, রাইজিং কক্স : সরকার মিডিয়া একের পর এক ভিন্নধারার গল্প নিয়ে, ভিন্ন ভিন্ন রূপে হাজির হচ্ছে দর্শকদের সামনে। সেই ভিন্ন ধারাকে অব্যাহত রেখে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও দর্শকনন্দিত অভিনেত্রী সারিকা সাবরিন কে “চান্স” নাটক একসাথে জুটিবদ্ধ করেছেন চিত্রনাট্যকার ও পরিচালক মো: ইয়াসির আরাফাত।
তৌসিফ ও সারিকা জানান, চান্স নাটকে আমরা ভিন্নধর্মী গল্পে নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছি। দর্শক এই গল্পের মাধ্যমে একটি ভালো বার্তা পাবে এবং নাটকটি দর্শকদের পছন্দ হবে বলে আশা করছি।
নাটকটিতে আরো অভিনয় করেছেন অনিক, অর্ণব অন্তু, শ্রাবন্তী সেলিনা, আবু বকর আল আমিন, সিমরান সহ অনেকে।
নাটকটি প্রযোজনা করেছেন সরকার মিডিয়ার কর্ণধার সরকার সুমন। শুটিং হয়েছে সিলেটে বিভিন্ন লোকেশনে। আশা করি দর্শক ভালো একটি কাজ পেতে যাচ্ছে এবং নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে আসবে বলে রাইজিং কক্স কে জানিয়েছেন পরিচালক।