রাইজিং কক্স প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার ২শত পিস ইয়াবাসহ নুর সাবা (৪০) নামে এক রোহিঙ্গা নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) দুপুর ৩টা ৪০মিনিটের দিকে উখিয়া থানার এ এস আই লিটনের নেতৃত্বে একদল পুলিশ ১১ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার রোহিঙ্গা মাদক কারবারি ক্যাম্প ১১ এর সি১৪ ব্লকের মৃত আবুল বশরের স্ত্রী।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।