নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোমা আকতার (২২) নামে এক নারী মাদক কারবারি-কে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।
বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার হলদিয়াপালং এলাকায় এস আই মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার নারী হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল এলাকার মোঃ আয়াছের স্ত্রী।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, গ্রেফতার নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।