নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ সহিদুল ইসলাম ওরফে জুয়েল (২২) নামে এক মাদক কারবারি কে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
শনিবার (৫ মে) রাত সাড়ে ৭ টায় উখিয়া থানার এসআই আল-আমীনের নেতৃত্বে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা গরু বাজার সংলগ্ন গোয়ালিয়া তিন রাস্তা মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে একদল পুলিশ।
আটক মাদক কারবারি রামু উপজেলার ধেছুয়া পালং এলাকার নুরুল ইসলামের ছেলে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, ইয়াবাসহ আটক মাদক কারবারি বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।